কবিতা যদি শহরের ফুটপাতের দেওয়ালে লিখি,
যদি স্লোগানের মতো ভরে দেই এই শহরের পুরো দেওয়াল,
তাহলে কি কারো ক্ষতি হয়ে যাবে?

শহরের চলন্ত মানুষজন
-কেউ হয়তো দু এক লাইন পড়বে,
কেউ দেখবে, কেউ ভাববে সময় কাটাতে।
আবার কেউ হয়তো মনে করবে
-কাগজের ঘাটতি পড়ছে এই শহরে কবিদের জন্য।

সবাই মনে করে ,
-দেওয়ালে শুধু বিপ্লবী কথা আর স্লোগান লেখা হয়।
তবু যদি লিখি শহরের দেয়ালে
-আমি লিখবো অভিমানের কবিতা।

একটা উদাহারন দিচ্ছি, ধরুন লিখলাম,

-“ ফুটপাতে লাইসেন্স ছাড়া
অভিমান-
ট্রাফিক পুলিশ মামলার নতুন ধারা
খুঁজে খুঁজে হয়রান”

অথবা-

“ গাড়ীর নিচে গোপনে চাপা পড়ে
-মরে যায় জোনাকি,
পূর্ণিমার চাঁদ আজ ঘরে বসে
-শোক করে একাকী”।

যদি কোনদিন এই সব কবিতা পড়ে
কোনো বালক-বালিকা চোখের জল ফেলে একই সাথে,
হাতে হাত রেখে,
-সেদিন থেকে এই শহরের দেয়াল কথা বলা শুরু করবে।

ঢাকা শহরের দেওয়াল কথা বলা ভুলে গেছে,
আমি অনেকদিন হলো ঢাকা শহরের ফুটপাতের দেওয়ালের কথার শব্দ পাইনা!!
💔🥀🖤
ছবিঃ গুগল