তুমি চলে যাও দূর অজানায়
আমি এখানেই বরং শুয়ে থাকি
এই নিঃসঙ্গ খেসারি ক্ষেতে
নৈঃশব্দের কারাগারে একা;
যেখানে আনমনে উদাসী আমি
আকাশ দেখব অপলক
লাল মেঘেদের দল উড়ে যাক
উড়ে যাক নিশ্চুপ শঙ্খচিল
গম্ভীর হয়ে থাক সময়
শালিকের চোখ বিস্ময়ে
কাতর হোক অন্য কোথাও।
দূরে কোথাও মেঠো পথে
গরু নিয়ে ঘরে ফিরুক চাষী
ডালিম ফুলের মত যার হাসি।
আমি বরং সেদিকে না যাই
আমি চিন্তাশূন্য হয়ে এইখানে-
একা থাকব কুয়াশাচ্ছন্ন হয়ে।
লোকজন অভিশাপ দেয় দিক
আমি কোথাও যাবো না।
অফিসে বা বাজারে যাব না
টিভি বা মোবাইলের স্ক্রীনে
আমার তাকানোর কাজ নেই
কারও প্রশংসা বা নিন্দা
আর নয় কোন দিন
এখানেই পরিশোধ হোক
পৃথিবীর কাছে আমার ঋণ।
আমি আর চলতে চাইনা
আর ভালোবাসতে চাইনা
আর কিছু শুনতে চাইনা
আর কিছু বলতে চাইনা
আমি শুধু এই নিরবতার
অত্যাচার সয়ে মরে যাব।